৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা ত্রিশাল পৌরসভায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন মেয়র আনিছ।।
২১, নভেম্বর, ২০১৯, ১১:২১ অপরাহ্ণ -

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার প্রতিটি এলাকা মেয়র আনিছের অক্লান্ত শ্রম-আর মেধায় উন্নয়নে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতায় পৌরসভার ৬ নং ওয়ার্ড নওধার নদীর পাড় এলাকার মোস্তাক হাসান সড়ক হতে মোহাম্মদ আলী মেম্বার বাড়ি পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার ২১ নভেম্বর এ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,তরুণ ককর্মীবান্ধব রাজনীতিবিদ, পৌরসভার জনন্দিত মেয়র এবিএম আনিসুজ্জামান আনিছ।

উদ্ভোধনী অনুষ্ঠানের বক্তব্যে মেয়র বলেন- দেশের দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে উন্নয়নের মহানেত্রী বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করছেন । যার সুফল জনগণ পাচ্ছে, এরই ধারাবাহিকতায় ত্রিশাল পৌরসভায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ এগিয়ে চলছে।

এসময় মেয়র আনিস বলেন-আমি আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের ডিজিটাল দেশের অন্তর্গত ত্রিশাল পৌরসভা গড়তে কাজ করছি। পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন মুলক কাজ এগিয়ে চলছে। এই উন্নয়ন কাজের সুফল জনগণ পাবে। একাজ গুলো সমাপ্ত করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি। আশা করছি আগামী বছরই পৌর এলাকার অসমাপ্ত কাজ সমাপ্ত করে ত্রিশাল পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসাবে ঘোষণা দিতে পারবো। সেই লক্ষে তিনি সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করেন।

উক্ত রাস্তার কাজের উদ্বোধনকালে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল মন্ডল দুলুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।