চীফ রিপোর্টার:
- কাস্টমস বিভাগের ৬৭ সহকারী রাজস্ব কর্মকর্তা পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৩৫ জনই ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তা।
বুধবার (৭ নভেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিনের সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ১১ সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে সারা দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়। এরপরই আবার এমন বদলির আদেশ দেওয়া হলো।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল