চীফ রিপোর্টার:: – ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগ আয়োজিত আজ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা, র্যালী ও কেক কেটে উদযাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।এর আগে তিনি তারাকান্দায় বঙ্গবন্ধু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তারাকান্দা যুবলীগ আহবায়ক মো: আব্দুল মান্নান ও যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন চৌধুরীর নেতৃত্বে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপিকে বিশাল মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে তারাকান্দা নিয়ে যান।প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি তারাকান্দায় পৌঁছলে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান ।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সরকারে আনতে হবে । তাহলেই এই দেশের মানুষের ভাগ্যোন্নয়নে পরিবর্তন আসবে । তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে ৫১তম জন্মদিন উদযাপন করেন ।
এ সময় তারাকান্দা উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনো ঠাকুর,সাধারন সম্পাদক বাবুল মিয়া মাস্টার , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও উপস্হিত ছিলেন।