১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ রাস্তায় গাড়ি চালাতে হলে চাঁদা দিতেই হবে। কাগজ থাক বা না থাক।
১৩, নভেম্বর, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের আনাচে কানাচে অলিতে গলিতে সড়কে মহাসড়কে বীরদর্পে দাবড়িয়ে চলছে ডেটফেল সহ নম্বর বিহীন, ফিটনেস বিহীন, অবৈধ অটো, সিএনজি, মাহেন্দ্র , ট্রাক,বাস সহ বিভিন্ন ধরনের যানবাহন।
যাদের কাছে জিম্মি ময়মনসিংহ বিভাগবাসী।
জানা যায় কাগজ/নম্বর থাকুক বা না থাকুক রাস্তায় গাড়ি চালাতে হলে মাসোহারা দিতেই হবে।
শুধু মাসোহারা দিলেই শেষ না।
প্রতিদিন রাস্তায় গাড়ি বের করলেই দিতে হয় বিভিন্ন স্থানে স্থানে চাঁদা সিটি কর্পোরেশন সহ বিভিন্ন নামে বেনামে।
যার কারণে যাত্রীদের গুনতে হচ্ছে দুই গুণ তিন গুণ বেশি ভাড়া।
বাদ যায় না খাদ্যবাহী সহ সকল নিত্য পণ্যবাহী পরিবহনও যার প্রভাব পরে প্রতিটা পণ্যের উপর।
তাই অনেকেই বলেন টাকা যখন দিতেই হবে বৈধ কাগজপত্র/নম্বর দিয়া লাভ কি ? বছর বছর সরকারকে টাকা দিয়ে বৈধ কাগজপত্র থাকার পরও যখন চাঁদা দিতে হয়।
যে কারনে বৈধ কাগজপত্র ব্যবহারে বিমুখ হচ্ছে বেশিরভাগ মানুষ ।
এই সকল অনিয়ম দূর্নীতি কারণে প্রতিবছর সরকার হারাচ্ছে হাজার কোটি টাকার উপরে রাজস্ব।
দিন দিন নিয়ন্ত্রণ হীন হয়ে পরেছে যানজট বেরেই চলছে জনদুর্ভোগ।
যার ব্যর্থতার দায় চাপানো হচ্ছে সরকারের উপর।
এসকল অনিয়ম দুর্নীতি দেখার জন্য সরকারের কোনো দপ্তর আছে কী?
যদি থাকে তাহলে তাঁরা কি করে??