মারুফ হোসেন কমল:
ময়মনসিংহের রাকিব হত্যাকান্ডে ঘাতকচক্রকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
ও
মঙ্গলবার সকালে নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় টোলপ্লাজা সংলগ্ন ময়মনসিংহ- হালুয়াঘাট সড়কে এই মানববন্ধন হয়।
নিহত রাকিবের মা কান্নাজড়িত কন্ঠে বলেন শরীফ মন্ত্রীর সন্ত্রাসীদল শাত্তন তার দলবল নিয়ে রাকিবকে ছুড়িকাঘাতে হত্যা করে ।
ময়মনসিংহ ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর এমদাদুল হক মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে নিহতের চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর,
মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এবিএম আবু বক্কর সিদ্দিক, কাউন্সিলর আসাদুজ্জামান জামাল, নজরুল ইসলাম, মুক্তার আহমেদ, ওসমান গনি, জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন চানু, যুগ্মসাধারন সম্পাদক আলী হোসেন সহ
এলাকার সর্বস্তরের জনতা ও গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি রাকিব হত্যাকারীদের গ্রেফতার না করা হয় তাহলে তারা রাকিব কে যেখানে হত্যা করা হয়েছে সেখানেই তারা অবস্হান ধর্মঘট করবে যতক্ষন পর্যন্ত আসামীরা গ্রেফতার না হবে । এই ঘোষনার সাথে জেলা মটরযান শ্রমীক ইউনিয়ন একাত্বতা প্রকাশ করেন। নিহতের চাচা আবু বক্কর সিদ্দিক সাগর বলেন মন্ত্রী শরীফ কে এই রাস্তা দিয়ে তারাকান্দা যেতে দেওয়া হবে না যদি আসামী গ্রেফতারে বাঁধা দেওয়া হয় । তিনি আরো বলেন এই সন্ত্রাসীবাহিনী তার হয়ে কাজ করে। তাদের নামে ১০ এর অধিক মামলা রয়েছে।
এদিকে ঘাতকচক্রকে গ্রেফতারে কোতোয়ালি ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আসছে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, আসামীরা হত্যাকান্ডের পরপরই পালিয়েছে। তাদেরকে গ্রেফতারে টানা অভিযান চলছে। তবে তিনি আশা করছেন অল্প সময়ের মধ্যে আসামীরা গ্রেফতার হবে। আসামীদের গ্রেফতার না করতে কোন রাজনৈতিক চাপ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ কোন চাপে নেই। আমরা আসামিদের গ্রেফতারে চেষ্টা করছি
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল