১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু || দগ্ধ ১২।।
১৪, নভেম্বর, ২০২৩, ৭:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – ময়মনসিংহ নগরীতে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন অন্তত ১২ জন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন৷ গণমাধ্যম কে বলেন, কালিবাড়ি এলাকার দক্ষিণপাড়া এলাকার ইদ্রিস আলীর ভাড়া বাসায় এক বেলুন বিক্রেতা বসবাস করতেন। ঘরে রাখা ওই সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। এক শিশুর মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় দুটি টিনের চালা উড়ে গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।