মারুফ হোসেন কমল:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের জবেদ আলী রোড শিল্পকলা সুইমিং পুলের পিছনে কামরুল ইসলাম গং পিতা মোখলেছুর রহমান কোন প্রকার
অনুমোদন না নিয়ে গড়ে তুলছেন বহু দল ভবন। না আছে রাস্তা না আছে অনুমোদন তবুও গড়ে উঠেছে বহুতল ভবন।
কিছু দিন পুর্বে ময়মনসিংহ সিটি করপোরেশন সরজমিন তদন্ত করে তাহাদের কাছে অনুমোদন সহ সকল কাজ পত্র দেখতে চাইলে তাহারা তা দেখাতে ব্যার্থ হয়।
পরর্বতিতে মসিক ৪৬,২১,৬১০০,০৪৩,০০,০০০,২৩,৯৫৪ স্মারকে একটি চিঠি দেয় কিন্তু তারা মসিকে তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছেন বহুতল ভবনের কাজ।
যর কারনে সেখানে দুই দিন পর পর ঘটছে র্দুরঘটনা।
যে রাস্তা দিয়ে একটি রিক্সা যেতে পারেনা সেখানে আট তালা ভবন কিভাবে অনুমোদন পায়? ময়মনসিংহ , সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাকারী মানুষ বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন তারা এ যাবৎ কোন প্রকার অনুমোদনে প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন। কর্পোরেশন কাজ বন্ধ রাখার কথা বলেন তারপরেও মুখলেসুর রহমান সিটি কর্পোরেশনের আদেশ না মেনে চালিয়ে যাচ্ছেন বিল্ডিং এর কাজ। এ ব্যাপারে ফায়ার সার্ভিস বিভাগের সাথে কথা বলে তারাও বলেন এই বিল্ডিং এর কোন প্রকার অনুমোদন তারা দেননি বা তাদের কাছে কোন প্রকার অনুমোদন চাননি তারা। এলাকাবাসী আশা করেন এবার হয়তো সিটি কর্পোরেশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।
চলবে..….
তথ্য প্রতিদিন. কম
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল