১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্য উদঘাটন এবং মূল আসামীসহ গ্রেফতার-০৬।
১৭, নভেম্বর, ২০২৩, ২:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করিয়া গত ইং ১১/১১/২০২৩ তারিখ রাত ০৭.২০ ঘটিকায় ভিকটিম আঃ রাজ্জাক রাকিব (২৫) কে ট্রাকের ড্রাইভারের আসন হইতে আসামীরা টেনেহেছড়ে নামিয়ে এলোপাথারী ছুরিকাঘাত করিয়া হত্যা করা হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছাঃ হাসি বেগম (৪৫), স্বামী-মৃত উসমান গনি, সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ বাদী হয়ে এজাহার নামীয় আসামীরাসহ ১০/১২ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে (কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড) রুজু হয়। পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের নির্দেশে মামলাটি ছায়া তদন্তকালে জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি চৌকশ টিম ধারাবাহিকভাবে ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতাসহ ০৬ জন আসামীকে গত ইং ১৬/১১/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম, সর্ব সাং-সেহড়া চামড়াগুদাম, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। অত্র মামলার এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামী ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে ১৪ টি মামলা, ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি মামলা, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি মামলা, ৪। মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি মামলা, ৫। মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি মামলা এবং ৬। মোঃ শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি মামলা রহিয়াছে।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে বিলাসবহুল জীবন যাপনের পাশাপাশি গড়েছেন নামে বেনামে বিপুল পরিমাণের সম্পত্তির

শারদীয় দুর্গাপূজায় জেলা পুলিশ ময়মনসিংহে বিশেষ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত।।

যেসব সম্পদের হিসাব দিতে হবে কর্মচারীদের, যেভাবে দিতে হবে।।

সর্ব সাধারণের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের দৃষ্টি আকর্ষণ।

ময়মনসিংহে গণমাধ্যমকর্মীদের সাথে রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা