তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে।
এর মাঝে এসআই সাইফুল ইসলাম মন্ডল ৩নং পুলিশ ফাড়ির নেতৃত্বে একটি টীম কোতোয়ালী পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী তন্ময় হোসেন আপন, এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একটি টীম খাগডহর ঘুন্টি মদিনানগর থেকে তাস দ্বারা জুয়া খেলার অপরাধে ৬ জন জুয়াড়ীকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করে। জুয়ারিরা হলো, সাইফুল, মোখলেছ, মোঃ কাবিল, মমিনুল, মোঃ রনি ও দেলোয়ার।
এসআই আলী আকবর ও এএসআই সাইফুল ইসলাম-১ পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ দুই পলাতক আসামিকে গ্রেফতার করে।
তারা হলো, মহর হোসেন দিহান ও মোঃ ওয়াহিদ শাহ। তাদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।