৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ রাজনীতি ময়মনসিংহের কৃতিসন্তান অাফজাল বাবু স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মেয়র টিটুর শুভেচ্ছা জ্ঞাপন।
২২, নভেম্বর, ২০১৯, ১২:২১ পূর্বাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহের কৃতিসন্তান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু নির্বাচিত করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর অাওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু’র ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

গত১৬ নভেম্বর বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কাউন্সিলে সাধারণ নির্বাচিত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আফজালুর রহমান বাবু ময়মনসিংহ শহরে আসল সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

ময়মনসিংহে আসার তিনি তার পিতা মরহুম আলহাজ্জ্ব মতিউর রহমানের কবর জিয়ারত করেন।এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ এমপি,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল আহসান বাবু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার রাহাত খান প্রমুখ।অাফজালুর রহমান বাবুর প্রয়াত পিতার কবর জিয়ারত করার সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিষ্ঠাকালীন মেয়র ও মহানগর অাওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু তার সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে তাকে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন।