১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, খুলনা অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করলো পিবিআই
২০, নভেম্বর, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

আসাদুজ্জামান রিপন (যশোর): যশোর জেলার চৌগাছা থানাধীন ফুলসারা নিমতলা সাকিনস্থ মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ আলিমুদ্দিন (২২) পেশায় একজন ইজিবাইক চালক। গত ০৫/০৩/২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১২.০০ ঘটিকার সময় আলিমুদ্দিন ইজিবাইক নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সম্মুখে পৌঁছালে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি কোতয়ালী থানাধীন খয়েরতলা যাওয়ার কথা বলে ৪০০/- (চারশত) টাকায় ভাড়া নেয়। আলিমুদ্দিন তাদের নিয়ে খয়েরতলা বাজারে রেল স্টেশনের নিকট আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি চায়ের দোকানে নিয়ে আলিমুদ্দিনকে কপি পান করতে দেয়। উক্ত কপি পান করার পর আলিমুদ্দিন জ্ঞান হারিয়ে ফেললে তখন অজ্ঞাতনামা ব্যক্তিরা আলিমুদ্দিনের ইজিবাইক এবং তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম আলিমুদ্দিন পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ দায়ের করলে পিবিআই, যশোর জেলা অত্র কার্যালয়ের জিডি নং-৯২, তারিখ-১০/০৩/২০২৩ খ্রিঃ মূলে ঘটনাস্থল পরিদর্শনসহ ছায়া তদন্ত কার্যক্রম শুরু করে। পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ সঙ্গীয় এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলামসহ যশোর জেলার চৌকস দল ছায়া তদন্তকালীন সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম আলিমুদ্দিনের ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত মর্মে সন্দেহ হলে আসামী ০১। মোঃ তুহিন খন্দকার (৪০) এবং আসামী ০২। চুন্নু মোল্লা (৩৫)‘কে গত ১২/০৩/২০২৩ খ্রিঃ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয় উক্ত ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে পরবর্তীতে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ: ১২/০৩/২০২৩ খ্রিস্টাব্দ, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তারা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। জবানবন্দিতে আসামিদ্বয় আসামি মামুন শেখ ঘটনার সাথে জড়িত মর্মে উল্লেখ করে। পরবর্তীতে মামলাটি তদন্তকালে জানা যায়, পলাতক আসামি মো: মামুন শেখ (৩১), পিতা: শাখায়েত হোসেন, সাং-শোলপুর, থানা: নড়াইল ইজিবাইক চোর চক্রের সদস্য। আসামি মো: তুহিন খন্দকার ও চুন্নু মোল্লাদ্বয় কর্তৃক চুরিকৃত মালামাল উক্ত আসামি মো: মামুন শেখ সংরক্ষন, ক্রয় বিক্রয় এবং গোপন করতে সহায়তা করে। আসামি তুহিন খন্দকার ও চুন্নু মোল্লাদ্বয় কৌশলে বাদীকে বিষ মিশ্রিত কফি পান করিয়ে অজ্ঞান করতঃ বাদীর ইজিবাইক চুরি করার পর উপরোক্ত পলাতক আসামি মো: মামুন শেখ নিকট চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য রাখেছিল। উক্ত আসামি মো: মামুন শেখ গ্রেফতার এড়ানোর জন্য পলাতক থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২০/১১/২০২৩ খ্রিস্টাব্দ ভোর ০৪.৩০ ঘটিকায় এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ সঙ্গীয় ফোর্সসহ যশোর জেলার চৌকস দল কর্তৃক আসামি মোঃ মামুন শেখ (৩১)‘কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি চোরাই ইজিবাইক সংরক্ষণ, ক্রয় বিক্রয় ও অসাধুভাবে জ্ঞাতসারে চোরাই ইজিবাইক গোপন করার অপরাধের জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২০/১১/২০২৩ খ্রিঃ জনাব মোঃ ইমরান হোসেন, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত, কোতয়ালী, যশোর আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।