আসাদুজ্জামান রিপন (যশোর): গত ৮ নভেম্বর শার্শা থানাধীন ডিহি ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ মিলন হোসেন (৩৫), পিং-মৃত শহর আলী, সাং-কাশিপুর, থানা- শার্শা, জেলা-যশোর কাউকে কিছু না বলে নিজ বাড়ি থেকে চলে যায় এবং পরিবারের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়।
পরবর্তীতে গত-১৪ নভেম্বর তার ব্যক্তিগত ইমো নম্বর হতে অপর গ্রাম পুলিশ শরিফুল ইসলামকে অজ্ঞাত স্থানে (হাসপাতালের বেডে) গুরুতর অসুস্থ অবস্থায় শুয়ে থাকার ছবি পাঠায়। তখন শরিফুল ইসলাম সহ পরিবারের লোকজন তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে মিলন হোসেনের দ্বিতীয় স্ত্রী মুসলিমা তার স্বামীর ইমোতে পাঠানোর ছবি নিয়ে পিবিআই অফিসে এসে তার নিখোঁজ স্বামীকে উদ্ধারের জন্য পুলিশ সুপার, পিবিআই, যশোর বরাবরে আবেদন করলে পিবিআই যশোর জেলা বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধানের জন্য এসআই(নিঃ) ডি এম নুরজামাল হোসেন দায়িত্ব অর্পণ করেন। অনুসন্ধানের একপর্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম মিলনের অবস্থান সম্পর্কে অবগত হয়ে তার পরিবারকে জানায়। এরপর ভিকটিমের পরিবারের লোকজন গত-২০/১১/২০২৩ তারিখে পাবনা থেকে উদ্ধার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রাম পুলিশ মোঃ মিলন হোসেন ব্যক্তিগত জীবনে তিনটি বিবাহ করেন। ১ম স্ত্রী সালমা ও ৩য় স্ত্রী লাবনীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। বর্তমানে সে ২য় স্ত্রী মুসলিমার সাথে সংসার করছে তাদের ০১টি কন্যা সন্তান রাইছা(০৪) আছে। ঘটনার দিন গত ০৮/১১/২০২৩ তারিখে মিলন হোসেন কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে আত্মগোপনে ছিল।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল