১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বাসে আগুন দিয়ে পালানোর সময় ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক।।
২২, নভেম্বর, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– রাজধানীতে বাসে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। ওই যুবকের নাম মো. মামুন। বুধবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আসাদগেট থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যম কে বলেন, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ফেরার পথে সার্জেন্ট পলাশ কুমার রায় দেখতে পান, আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক। পরে তিনি দৌড়ে তাকে ধরে ফেলেন।

মামুনকে আটক করার পর তাকে পুলিশ বক্সে নিয়ে যান সার্জেন্ট পলাশ। পরে তেজগাঁও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
ছবি, ইন্টারনেট