ময়মনসিংহ অফিসঃ
বাংলাদেশ অাওয়ামী লীগ ময়মনসিংহ অঞ্চলের পরিকল্পনা সভা গত ২০/১১/২০১৯ বুধবার দিনব্যাপী ময়মনসিংহ নগরীর কাচারী রোডস্থ অনুভব কমিউনিটি সেন্টারে অান্তর্জাতিক এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও অানন্দমোহন কলেজের সাবেক জিএস কাজী অাজাদ জাহানের সঞ্চালনায় সঞ্চালনায় সভাটি অনু্ষ্ঠিত হয়।
বাংলাদেশ অাওয়ামী লীগের ময়মনসিংহ অঞ্চলের অাঞ্চলিক পরিকল্পনা সভায় ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা,জামালপুর জেলা, নেত্রকোণা জেলা, শেরপুর জেলা ও টাঙাইল জেলার নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ,অাওয়ামী লীগ মনোনীত ডিঅাই পলিটিকাল ফেলো ও মাস্টার ট্রেইনার সহ অাওয়ামী লীগের নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের উল্লেখযোগ্য সংখ্যক সক্রিয় নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।পরিকল্পনা সভায় উপস্থিত উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের মহিলা বিষযক সম্পাদক ডিঅাই নারীর জয়ে সবার জয়ে নেটওয়ার্কের সদস্য সংরক্ষিত মহিলা অাসনের সাংসদ মনিরা সুলতানা মনি,নেত্রকোণা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারীর জয়ে সবার জয় নেটওয়ার্কের সদস্য সংরক্ষিত মহিলা অাসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী, আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি আলহাজ্ব এহতেশামুল অালম,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল সহ অন্যান্য জেলার শীর্ষ নেতৃবৃন্দ।
আঞ্চলিক পরিকল্পনা সভায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে কমসূচী সমন্বয়ক অনিন্দ্য রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন।ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নার্গিস অাক্তার, কো-অর্ডিনেটর নিরুপমা ভৌমিক ও কর্মসূচি সহকারী স্বপন রবিদাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ অাওয়ামী লীগের অাঞ্চলিক পরিকল্পনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ জেলা ভিত্তিক গ্রুপওয়ার্ক করে বিভিন্ন সুপারিশমালা ফ্লিপচার্টের মাধ্যমে উপস্থাপনা করেন এবং টাঙাইল জেলা অাওয়ামী লীগের পক্ষে শহর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ,শেরপুর জেলা অাওয়ামী লীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক বশিরুল হক সেলু,ময়মনসিংহ মহানগর অাওয়ামী লীগের পক্ষে মহিলা বিষয়ক সম্পাদক সালেমা সিদ্দিক জেসমিন,জামালপুর জেলা অাওয়ামী লীগের পক্ষে পৌর অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল অাউয়াল(ডনি) পরিকল্পনাপত্র উপস্থাপনা করেন। পরিকল্পনা সভায় অাগত নীতিনির্ধারনী নেতৃবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতি এ ধরনের সময়োপোযগী কর্মশালার অায়োজন করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।ময়মনসিংহ জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল তার পরিকল্পনাপত্র পেশ করতে গিয়ে দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা ও মূলদলে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে ডিঅাই প্রেসার গ্রুপ হিসেবে কাজ করায় কৃতজ্ঞতা জানান এবং তিনি অারো বলেন এবার জেলা কমিটিতে ১০ পারসেন্ট নারী অন্তর্ভুক্ত করেছি,উপজেলা কমিটিগুলোতে সর্বোচ্চ সংখ্যক নারী অন্তর্ভুক্তিকরণ সহ অাগামীদিনে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ৩৩ ভাগ নারী মূলদলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সচেষ্ট থাকবো।সংরক্ষিত মহিলা সাংসদ হাবিবা রহমান খান শেফালী বলেন,অারপিও এ্যাক্ট অনুসারে দলীয় গঠনতন্ত্রের বিধি মোতাবেক দলীয় সকল স্তরে মূল দলে ৩৩ শতাংশ নারীর অন্তর্ভুক্তির ব্যাপারে নেত্রকোনা জেলা কমিটিসহ উপজেলা কমিটিতে অন্তর্ভুক্তির ব্যাপারে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন এবং তিনি এও বলেন দেশের মোট জনসংখ্যার ৫০ ভাগ নারী,তাই কমিটিতে নারীর সংখ্যা, ৫০ শতাংশ হওয়া উচিত।
সংরক্ষিত মহিলা অাসনের সাংসদ মনিরা সুলতানা মনি বলেন,কেন্দ্রীয় কমিটি বিগত কাউন্সিলে ২১ ভাগ নারী মূল দলে অন্তর্ভুক্ত করেছে, এবার অারপিও এ্যাক্টের বিধান ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ ভাগ নারী মূল দলে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হবে বলে অামি বিশ্বাস করি।তিনি অারো বলেন কেন্দ্রে মানা হলেও তৃনমূলে অর্থাৎ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য নারী নেই এই অজুহাতে নারীদের অন্তর্ভুক্তি অাশানুরুপ হচ্ছেনা,কেন্দ্রের ধারাবাহিকতায় তৃনমুলেও মূল দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ ভাগ নারী অন্তর্ভুক্তি করতে হবে।