১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা ছিনতাইকৃত মালামালসহ দুই জনকে আটক করেছে RAB ১৪।।
২৬, নভেম্বর, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টারঃ

তথ্য প্রতিদিন. কম: – কিশোরগঞ্জের ভৈরব থানাধীন জগন্নাথপুর থেকে ০২ (দুই) ছিনতাইকারীকে ছিনতাইকৃত মালামালসহ আটক করেছে RAB ১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যা ব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। RAB তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায়, RAB-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন জগন্নাথপুর মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে ১। মোঃ সাদ্দাম মিয়া (২৭), পিতা-জলিল মিয়া, সাং-কমলপুর, ০৩নং ওয়ার্ড, ২।মোঃ রাসেল মিয়া (২৫), পিতা-মৃত বুলবুল মিয়া, সাং-জগন্নাথপুর ৫ নং ওয়ার্ড, উভয় থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদের দখল হতে ছিনতাইকৃত (ক) ০১টি ল্যাপটপ (খ) ০১ টি মোবাইল ফোন ও (গ) নগদ ৭৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ ভৈরব এলাকায় ছিনতাই করে আসছে মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা ভৈরবের ছিনতাই চক্রের সদস্য।উক্ত আসামীদ্বয় ছিনতাই করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। ছিনতাইকারীদের বিরুদ্ধে র্যা ব এর এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উক্ত আসামীদেরকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।