তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বর্তমানে চলমান রয়েছে প্রায় ৮০০ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে চলমান নানা উন্নয়ন কার্যক্রমের মান ও অগ্রগতি পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
নগরীর যানজট নিরসনের লক্ষ্যে মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে শালবন সুপার পরিচালনার জন্য মাসকান্দা বাসস্ট্যান্ডকে তৈরি করা হচ্ছে। মাননীয় মেয়র মহোদয় আজ সকাল সাড়ে ১০ টায় মাসকান্দায় এ কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়াও ১৫,২৭ ও ২৮ নং ওয়ার্ডের চলমান কাজগুলো মাননীয় মেয়র মহোদয় পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় ওয়ার্ডবাসীদের সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, উন্নয়ন কাজ চলাকালে সাময়িক কিছু অসুবিধা তৈরি হতে পারে। এটা সকলের মঙ্গলের স্বার্থেই। এ সময়ে ধৈর্য সহকারে উন্নয়নকাজে সহযোগিতা করতে হবে। এতে কাজ আরও টেকসই হবে।
প্রকৌশলী ও ঠিকাদারদের কে সতর্ক করে তিনি বলেন, কাজ চলাকালে অহেতুক নগরবাসীর ভোগান্তি সৃষ্টি করা যাবে না। দ্রুত কাজ শেষ করতে হবে। কাজের মান নিয়ে কোন গড়িমসি সহ্য করা হবে না।
তিনি বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পালন করছি। নগরবাসীর স্বাচ্ছন্দ এবং উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
এ সময় ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহবুব আলম হেলাল, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শামসুল হক, ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর আকন্দ, সংরক্ষিত আসনের কাউন্সিলর কাওসার ই জান্নাত, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন ও জীবন কৃষ্ণ সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল