৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, সারা বাংলা ময়মনসিংহে লালকুঠি দরবার শরীফের গাছে অলৌকিকভাবে আল্লাহু লেখা ভেসে উঠছে।
২২, নভেম্বর, ২০১৯, ৪:০৭ অপরাহ্ণ -

মারুফ হোসেন কমলঃ

গত বুধবার বিকেলে শম্ভুগঞ্জ লাল কুঠি দরবার শরীফে রেনট্রি কড়ই গাছে আল্লাহু লেখা ভেসে উঠে। হাজার হাজার লোক গাছটিকে দেখার জন্য ভীড় লেগে আছে ময়মনসিংহে মুজাদ্দেদীয়া তরিকত মিশন লালকুঠি দরবার শরীফে।

উল্লেখ্য ব্রহ্মপুত্র নদের পূর্ব পাশে লালকুঠি পাক দরবার শরীফের ঐতিহ্যবাহী শরীফ গত বুধবার ৩০শে আশ্বিন অনুষ্ঠিত ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছিলো মাজার প্রাঙ্গন ও অাশেপাশের এলাকা।পবিত্র কালামে পাকে এরশাদ হয়েছে “তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যানের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে।

তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে -কিতাবিরা যদি ঈমান আনতো, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার আর অধিকাংশই হলো পাপাচারী” (সূরা আলে ইমরান আয়াত ১১০)

আউলিয়াকুল শিরোমণি কুতুবুল এরশাদ মুজাদ্দেদে জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা মহাত্মা শাহ্ সূফী খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দী মুজাদ্দেদী এনায়েতপুরী শম্ভুগঞ্জী রাহমাতুল্লাহি আ’লাইহি ছাহেবের ২৫ তম পবিত্র ইন্তেকাল বার্ষিকী(পবিত্র ফাতেহা শরীফ) যথাযথ শান শওকতের সাথে উৎযাপিত হয়েছে লালকুঠি দরবার শরীফে। লালকুঠি দরবার শরীফে ভারতের আসামসহ সারা বাংলাদেশ থেকে আগত জাকেরান ধর্মপ্রান আশেকানদের জিকিরে মুখরিত হয়ে উঠে পবিত্র মাজার প্রাঙ্গন।
আখেরী মোনাজাত পরিচালনা করেন লালকুঠি দরবার শরীফের গদীনিশিন হুযুর পাক, মুজাদ্দেদীয়া তরিকত মিশন, আলহাজ্ব হযরত শাহ্ খাজা মুহাম্মদ রেজাউল হক নকশেবন্দী মুজাদ্দেদী। এসময় উপস্থিত ছিলেন হযরত পীরজাদা খাজা মো. সুজাউদ্দৌলা আল মুজাদ্দেদী, হযরত পীরজাদা খাজা মো. আলাউল হক আলি আল মুজাদ্দেদী , খাজা মোঃ মেজরাউল মুকারবিন আল মুজাদ্দেদী,ইন্জনিার কে এম, শামসুদ্দৌহা জুনায়েদ সহ অারো অনেকেই উপস্থিত ছিলেন।

মাওলানা নূর আহমদ কাসেমী মাদ্রাসাকে ঢাল বানিয়ে ও নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়ে জমি আত্মসাৎ করে গড়েছেন বিপুল সম্পত্তির পাহাড় ।

মব জাস্টিসের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা।।

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের প্রয়োজনে ১৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা।।

রামগঞ্জে ৪ সাংবাদিকের মুক্তির দাবীতে ফেনী বিএমইউজে’র মানববন্ধন ও প্রতিবাদ সভা

রাজধানীজুড়ে তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখলেন প্রধান উপদেষ্টা।।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলী আল্লাহ হযরত খাজা বাবা শাহ্ শম্ভুগঞ্জী এনায়েতপুরী (রাঃ) সাহেবের “পবিত্র ৩০ শে আশ্বিন” (ফাতেহা শরীফ) উৎযাপন শুরু..।।