১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান || ৪ দপ্তরে পত্র পেরণ।।
২৮, নভেম্বর, ২০২৩, ৮:৩৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০১টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা জেলার ধামরাই উপজেলায় সুতিপাড়া বাসস্ট্যান্ড-নান্নার সড়ক নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ গতকাল একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম সড়ক ও জনপদ বিভাগের একজন নিরপেক্ষ প্রকৌশলীকে সাথে নিয়ে এবং এলজিইডি, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মানাধীন রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে নিরপেক্ষ প্রকৌশলীর সহায়তায় রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং পুরুত্ব যাচাই করা হয়।অভিযানকালে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগের আপাত সত্যতা পরিলক্ষিত হয়। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ঠিকাদারের রাতের আঁধারে রাস্তার কাজ চালিয়ে যাওয়ার কথা এনফোর্সমেন্ট টিম কে জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।