১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ।
২৯, নভেম্বর, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহ সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২৯ নভেম্বর বুধবার সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন স্বাস্থ্যকর্মী ও

 

স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ( যুগ্ন সচিব) মো: ইউসুফ আলী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: এইচ কে দেবনাথ । এসময় উপস্থিত ছিলেন মো: আরিফুর রহমান, দীপক মজুমদার, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগন ।

আগামী ৫ ও ১১ ডিসেম্বার ৬-থেকে১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২থেকে_৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে । শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো এবং ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান ।