১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ জেলা ডিবি’র অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ নামের একজন গ্রেফতার।
৩০, নভেম্বর, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:: ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে ২৯ নভেম্বর বিকাল ৪ টার দিকে মাদক ব্যবসায়ী মো: পারভেজ (২০) কে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে । জেলা গোয়েন্দা শাখার এসআই সুমন চন্দ্র সরকার তার সংগীয় অফিসার ফোর্সসহ এই অভিযানের নেতৃত্বদেন।

জানা যায় গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঘমারা গ্রামের আজগর আলী’র ছেলে পারভেজ । সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী চক্রের সাথে জড়িত । জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে । উদ্ধারকৃত ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামী পারভেজ এর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে