৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা বেনাপোল কাস্টমসে দীর্ঘ প্রতীক্ষা পর নিয়োগ পরীক্ষা শুরু
২২, নভেম্বর, ২০১৯, ৪:১৫ অপরাহ্ণ -

আসাদুজ্জামান রিপন (বেনাপোল -যশোর) :

বেনাপোল কাস্টমস হাউজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দীর্ঘ তিন বছর পর সম্পন্ন হতে চলেছে হাউজে ১৩ টি শুন্য পদে ৯৪ জন লোক নিয়োগ ।এই পদের বিপরীতে আবেদন পড়েছে প্রায় ৬৪ হাজার । তবে প্রাথমিক বাছাইয়ে আবেদনে ৫২ হাজার ঠিকে রয়েছে বলে

বিশ্বস্ত সুত্রে জানা যায়, পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা জানায়, দুর -দুরান্ত থেকে এসে অনেকে পড়েছে বিপাকে। কেউ আত্মীয় স্বজন এর বাড়িতে,কেউ হোটেলে,অনেক হোটেলে আবার সিট নাই,টাকার অভাবে অনেকেই পড়ে বিপাকে, বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে থাকার জন্য ব্যবস্থা করে স্থানীয়দের সহয়তায়।

২২নভেম্বর শুক্রবার বেনাপোলে কাস্টমস হাউজে প্রথম ধাপে শুরু হয়েছে ৫৬ জন সিপাই পদের নিয়োগের শারীরীক পরীক্ষা। এই পদে আবেদন পড়েছে ৩১ হাজার। সকাল ৯ টায় পরীক্ষা শুরু হয়, পরীক্ষা শেষে আগামি ২৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা হবে ।

কাস্টম সূত্রে জানা গেছে, বেনাপোল কাস্টম হাউজে জনবল সংকট নিরসনে ২০১৬ সালের ২ অক্টোবর ১৩ বিভাগে ৯৪ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনপত্র জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছিল সে বছরের ১৫ নভেম্বর।
পদের মধ্যে ছিল কম্পিউটার অপারেটর চারজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইজন, সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুইজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন, টেলিফোন অপারেটর একজন, ফটোকপি অপারেটর দুইজন, ইলেক্ট্রিশিয়ান একজন, গাড়িচালক ১০ জন, সিপাহী ৫৬ জন, উচ্চমান সহকারী ছয়জন, ক্যাশিয়ার একজন, অফিস সহায়ক তিনজন ও নিরাপত্তা প্রহরী একজন নিয়োগের কথা বলা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি বিভাগে কম্পিউটার অপারেটর পদে এক হাজার ৩৭৮টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৯১, সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ৮০৭, অফিস সহকারী কাম কম্পিউটার ৫ হাজার ৩৩২, টেলিফোন অপারেটর ৪৮, ফটোকপি অপারেটর ২১০, ইলেক্ট্রিশিয়ান ৭৬, গাড়িচালক ৯০৭, সিপাই ৩১ হাজার, উচ্চমান সহকারী ১৮ হাজার ৬১০, ক্যাশিয়ার ৪১৯, অফিস সহায়ক ২ হাজার ৩৯ এবং নিরাপত্তা প্রহরী পদে ১৪১টি আবেদন জমা পড়ে। আজ কাষটমস সিপাই পদে নিয়োগ পরীক্ষায় কতো জন অংশ গ্রহণ করে তা সঠিক ভাবে বলা যাচ্ছে না।