১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সারা বাংলা ময়মনসিংহ ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক।।
৩, ডিসেম্বর, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

 

তথ্য প্রতিদিন. কম – নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ময়মনসিংহ ও সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহের জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের জেলা প্রশাসক পদে বদলি করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দেশের সব ওসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সব ইউএনওর বদলি চেয়ে অতি জরুরি চিঠি দেয় ইসি। চিঠিতে বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়।