এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজিঃ নং ২০৩ আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সিলেটের কানাইঘাট উপজেলার অন্তর্ভুক্ত ১নং লক্ষীপ্রসাদ ইউপি’র মুলাগুল নয়াবাজারে “আমরা মুক্তিযোদ্ধা সন্তান” ১ নং ইউপি কর্তৃক আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলন ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত ৭ ঘটিকায় বাজারের পশ্চিম মাঠে বীর মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামীলীগ নেতা এম এ রহমান জীবন এর সভাপতিত্বে ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার নবগঠিত কমিটির সম্মানিত সদস্য ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্বাস উদ্দিনের পরিচালনায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হান্নান সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি মোঃ ইফতেখার আলম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা জনাব আর্জদ আলী, বীর মুক্তিযোদ্ধা জনাব সামছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব হারি মিয়া, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার সহ-সভাপতি মোঃ ডালিম আহমদ, সহ-সভাপতি মাওলানা ফয়সল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক শাহ্ নেওয়াজ রানা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মাস্টার মোঃ আবুল হাসনাত, দপ্তর সম্পাদক আজাদ হোসেন বতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, সম্মানিত সদস্য ইউপি যুবলীগের সিনিয়র সহ-সভাপতি বেলাল আহমদ, কার্যকরী সদস্য আলমগীর খান, মিলাদ আহমদ, সাহেদ আহমদ, শাহানুর আলম প্রমুখ
কর্মী সম্মেলনে বক্তারা উল্লেখ করেন দল-মত নির্বিশেষে কানাইঘাট উপজেলার সকল মুক্তিযোদ্ধা সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে কানাইঘাট উপজেলাকে জঙ্গিমুক্ত করতে হবে এবং স্বাধীনতা বিরোধী চক্রকে হঠাতে হবে এবং যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এক হয়ে কাজ করতে হবে। এবং কানাইঘাট উপজেলার মধ্যে সর্বোচ্চ মুক্তিযোদ্ধা হচ্ছেন এই লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে তাই মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত করতে আগামী বিজয় মাসের আগেই এই ইউনিয়নে “আমরা মুক্তিযোদ্ধা সন্তান” সংগঠনের একটি সুন্দর ও সমালোচনা মুক্ত কমিটি উপহার দেবে কানাইঘাট উপজেলা নেতৃবৃন্দ।