তথ্য প্রতিদিন. কম:
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির নির্বাচন পরিচালনার লক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত ২ং পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (তমালতলা) এই সভা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ময়েজ উদ্দিন তরফদারের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আঃ কদ্দুছ ম্যানেজারের সঞ্চালনায় সভা হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ, জনগণ ও আওয়ামী লীগ ভাল থাকে। জনগন ও দেশকে ভাল রাখার জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ৩/৪ দিনের মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ওয়ার্ড আওয়ামী লীগের সভা করতে হবে। প্রত্যেকেই নৌকার একজন নেতা মনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নির্বাচনে অধিক সংখ্যক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে।
ডেমী প্রার্থীর নাম করে একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আপনারা ডেমী প্রার্থীর পক্ষে যাবেন না। ডেমী প্রার্থী সম্পর্কে তিনি আরো বলেন, ডেমী হিসাবেই থাকুন। বিদ্রোহী প্রার্থী হলে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভায় উপজেলা আওয়ামী লীগের
সহ সভাপতি এডভোকেট শামছুল হুদা, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,
সাংগঠনিক সম্পাদক শামছুল আলম বাবলু, কেরামত আলী জিন্নাহ, এডভোকেট আমিনুল ইসলাম খাইরুল , সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ওয়াদুদ আকন্দ দুদু, মুনীর আহাম্মদ চঞ্চল, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, আব্দুল কাদির, যুবলীগের আহবায়ক আঃ কদ্দুছ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,
যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া।
এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বক্তব্য রাখেন, আবুল হোসেন, চান মাহমুদ চানু, ফারুক হোসেন, ফারুক হোসেন, মিনারা বেগম, আঃ সোবহান, আজমত উল্লাহ মাস্টার, আরিফ রব্বানী, সোলায়মান খান, ডাঃ হোসেন আলী, আমজাদ হোসেন, আঃ বছির, ফারুক হোসেন মেম্বার, মোকসেদ আলী তালুকদার, মুখলেসুর রহমান খান, যুবলীগের মকবুল হোসেন, মৎস্যজীবি লীগের রফিকুল ইসলাম, তাতীলীগের আঃ মালেক,কৃষক লীগের রফিকুল ইসলাম।