স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত কৃষি জমিকে আবাসিক হারে ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ের প্রতিবাদে মানবন্ধন ও স্মারক লিপি প্রদান।
রবিবার (১০ ডিসেম্বর ২০২৩) বেলা ১১ টায় শম্ভুগঞ্জ টুল প্লাজা (ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে) মানববন্ধন করেন ৩১, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। পরে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার বরাবরে স্মারক প্রদান করেন অত্র ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন আবু সায়েম সওদাগর, হুমায়ুন কবির, জয়নাল আবেদীন, হাসান সরকার, হায়দার, মারফত আলী মন্ডল, বাবুল আক্তার, মনসুর, খায়রুল বাশার প্রমুখ।
বক্তাগণ বলেন, ময়মনসিংহ সদর অন্তর্ভূক্ত চর ঈশ্বরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা/কর্মচারী ভূমি মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন অগ্রাহ্য করে সিটি কর্পোরেশনের এলাকাভূক্ত কৃষি জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) অকৃষি হিসেবে আদায় করছে। তারা বলেন, ময়মনসিংহ সদরের কিছু ইউনিয়ন সিটি কর্পোরেশনের আওতাভূক্ত হয়।
তার মধ্যে চর ঈশ্বরদীয়া ইউনিয়ন, চর সিরতা ইউনিয়ন ও চর নিলক্ষীয়া ইউনিয়নের আংশিক ৩১, ৩২ ও ৩৩নং সিটি ওয়ার্ডের অন্তর্ভূক্ত করায় সিটি অনুযায়ী এখনও মানোন্নয়ন হয়নি। যার ফলে জনসাধারণের বার্ষিক আয়ের সাথে টিকে থাকা খুব কঠিন।
তারা ভূমি মন্ত্রণালয়ের চার্ট অনুযায়ী ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়ের কার্যক্রম চালুর দাবী জানান।