তথ্যপ্রতিদিন. কমঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একশত পিচ ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবি পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে অংশ হিসাবে এসআই রোকন ইসলাম খান সংগীয় অফিসার ফোর্সসহ গরুরহাট মাঠ থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম মৃধা ওরফে সারফুল ও বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়অপর অভিযানে এসআই জাহিদুল ইসলাম, এএসআই মঞ্জুরুল আলম সংগীয় অফিসার ফোর্সসহ ভালুকার মনোহরপুর থেকে ১০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলাশেষে আদালতে পাঠানো হয়।