১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ সারা বাংলা টঙ্গীতে লবণবাহী ট্রাক উল্টে আহত ১
২২, নভেম্বর, ২০১৯, ৯:৩৩ অপরাহ্ণ -

শেখ রাজীব হাসান, টঙ্গী গাজীপুর প্রতিনিধিঃ

টঙ্গীর টিএনটি এলাকায় লবণবাহী ট্রাক উল্টে রুবিনা (৩৩) নামে একজন গুরতর আহত হয়েছে। গতকাল গুক্রবার সকাল সাড়ে আট ঘটিকার সময় টিএনটি এলাকার জাবান হোটেলের সামনে এসিআই কোম্পানীর লবন বোঝাই ট্রাকটি উল্টে যায় (যশোর ট – ১১-২৪৬৯)। আহত রুবিনা কিশোরগঞ্জের হোসেনপুরের হাঠাজারি গ্রামের নাসিরউদ্দীনের স্ত্রী। রুবিনা ও তার স্বামী টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকার মাসুদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। রুবিনা আমতলী এলাকায় বাবুর্চির কাজ শেষ করে বাড়িতে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। ট্রাকটি রাস্তা থেকে উল্টে বাইরের দোকানের সাথে ধাক্কা লাগে এসময় ট্রাকের পিছনের এক পাশের চাকা খুলে গেলে ট্রাকে থাকা লবনের বস্তাগুলো পরে যায়। দাঁড়িয়ে থাকা দোকানদার হারুনুর রশিদ সরে গেলেও রুবিনার শরীরের একাংশ ট্রাকের ঢালায় চাপা পরে। স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে এস আই ইসমাইল হোসেন রুবিনাকে উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ্‌ মাষ্টার জেনারের হাসপাতালে নিয়ে যায়। এসময় টঙ্গী পূর্ব থানার এসআই শুভ মন্ডল ঘটনাস্থলে এসে ট্রাক ও বোঝাই করা লবণ জব্দ করেন। ট্রাক উল্টে যাওয়ায় সল্প সময়ের জন্য সড়কে যান চলাচলে বিগ্নতা ঘটে। ট্রাক ও মালামাল জব্দ করে এসআই শুভ মন্ডল হাসপাতাল গিয়ে রুবিনার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এবিষয়ে কথা বললে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি।