১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, বিশেষ সংবাদ, ময়মনসিংহ, সারা বাংলা পীরজাদা খাজা ছোট হুজুর লালকুঠি পাক দরবারের ইতিহাস।।
১৪, ডিসেম্বর, ২০২৩, ৭:২০ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

পীরজাদা খাজা ছোট হুজুর লালকুঠি পাক দরবারের
আনাচে কানাচে অত্যন্ত যতনে বিভিন্ন দেশ থেকে আনা বাংলাদেশের বিরল প্রজাতির গাছ-গাছালির এক সুশৃঙ্খল বৃক্ষের সমারোহ সাজিয়েছেন।

পরম যতনে ও মহব্বতে একজন অতুলনীয় আধ্যাত্মিক স্থপতির স্মরণীয় নিদর্শন গড়েছেন- আধুনিক সুসজ্জিত “আল্লাম শাহ্ সূফি খাজা মুহাম্মদ ছাইফুদ্দিন (রহ.) জামে মসজিদ স্থাপন, মাশুক পরম শ্রদ্ধাভাজন আব্বাজান পীর কেবলা (রহ.) এর মাজার শরীফ স্থাপন এবং পরম শ্রদ্ধাভাজন মাতা পীর আম্মাজান (রহ.) এর মাজার শরীফ এর সার্বিক তত্ত¡াবধান ও ডিজাইন করে।

এইসব স্থাপনার মাধ্যমে হয়েছেন ভূয়সী প্রশংসীত দেশ বিদেশের সরকারী দপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীগণ কর্তৃক। এছাড়াও জনকল্যাণমূলক ও সংস্কৃতি মনার নজির রেখেছেন আরো কিছু প্রশংসীত স্থাপনা কর্মের মাধ্যমে। যেমনঃ- শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে গড়েছেন ভাস্কর্য নামকরণ করেছেন “রুপ মুকুর” লিখেছেন বানী চিরন্তন, ময়মনসিংহ রেল স্টেশনে রোপন করেছেন পাম বৃক্ষ এবং নামকরণ করেছেন “বসন্তী গালিচা” লিখেছেন মরমিক কবিতার চরণ এবং মাসকান্দা বাস স্ট্যান্ডে রোপন করেছেন পাম বৃক্ষ নামকরণ করেছেন “পান্থ কানন” এবং লিখেছেন মরমিক কবিতার চরণ।

এছাড়াও আধ্যাত্মিক জগতের সাধক ও একজন সফল মরমিক কবি ও লেখক হিসেবে স্থান করে নিয়েছেন বাংলাদেশ ও সুইডেনের একদল বিশিষ্ট লেখক ,সাংবাদিক ও সাহিত্যিকদের সম্মলিত ভাবে প্রকাশিত ম্যাগাজিন “অনুশীলন” এ “অরুদ্ধ এক নদীর গল্প” কবিতা প্রকাশের মাধ্যমে। এই মহান গরীবের বন্ধু মহান সাধকের ইতিমধ্যে দুটি অডিও এ্যালবামসহ মোট তিনটি মরমিক গজলের এ্যালবামের কপি রাইট সার্টিফিকেট অর্জিত হয়েছে বাংলাদেশ তথ্য ও সংস্কৃতি মন্ত্রনালয়ের দপ্তর থেকে। এখনো তাঁর অনবদ্য মজাহাবিক খেদমত, সাহিত্য রচনা এবং আধ্যাত্মিক সাধনা অব্যাহত রয়েছে।

তথ্য প্রতিদিন. কম