১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ৪৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ এর বিমানবন্দর জোনাল টিম।।
১৪, ডিসেম্বর, ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ শাহজাহান।

বুধবার বিকাল সাড়ে চারটায় উত্তরা পূর্ব থানার আলাউল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন মাদক কারবারি উত্তরা পূর্ব থানার আলাউল এভিনিউ এলাকার ইন্সটিটিউট অব কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) ভবনের সামনে ইয়াবা বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ৪৫০০ পিস ইয়াবাসহ শাহজাহানকে গ্রেফতার করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত শাহজাহান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।