তথ্য প্রতিদিন. কম:
১ নং ফাড়ির সকল অফিসার ফোর্স নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াজেদ আলীগাংগিনারপাড়, মেছুয়া বাজারের সামনে সহ
আশপাশে ফুটপাত মুক্ত করতে ফাড়ির সকল অফিসার ফোর্স নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ওয়াজেদ আলী। দীর্ঘ দিনের এই ঐতিহ্য, শত শত মানুষের কেনাকাটার প্রাণ কেন্দ্র এই গাংগিনারপাড় এর ফুটপাত এইভাবে কি পুলিশ পারবে মুক্ত করতে!
দায় কি শুধু পুলিশের একার! সারাদেশে হরতাল, অবরোধ সহ পুলিশের নিয়মিত কাজের পাশাপাশি কতক্ষণ ঠেকিয়ে রাখবে এইভাবে!! এর স্থায়ী সমাধানের চেষ্টা কি কেউ করেছে কোন দিন!! বা এখনো কি করতে পারে না? সিটি কর্পোরেশন, দোকান বা মার্কেট মালিক সমিতি, রোডস এন্ড হাইওয়ে, স্থানীয় নেতৃবৃন্ধ, সুশীল সমাজের কি কোন দায় নেই? এতো এতো হকার, তাদের একমাত্র ইনকাম সোর্স এই ব্যবসা কে কোথাও স্থানান্তর করতে কি খুব কঠিন কাজ!
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল