৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ খেলাধুলা, বিশেষ সংবাদ, ময়মনসিংহ, সারা বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিতে হবেঃ মসিক মেয়র
১৬, ডিসেম্বর, ২০২৩, ৮:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে অন্যায়ের কাছে মাথা নত না করা।

 

মুক্তিযুদ্ধের চেতনা মানে সম্মিলিতভাবে দেশ গড়ার প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিতে হবে।

 

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ৩ টায় সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণকালে একথা বলেন মেয়র।

 

মেয়র আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশে বিভিন্ন নৈরাজ্য অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, উন্নয়নের বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হবে। এ অনুষ্ঠানে উপস্থিত ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সম্প্রিতির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জন সম্ভব। এ চেতনাকে বহন করে সমৃদ্ধ ময়মনসিংহ গড়ায় সকলকে ভূমিকা রাখতে হবে। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ২ মোঃ মাহবুুর রহমান দুলাল সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে তিনি জয়বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার অনন্য অবদানকে স্মরণ করেন। এছাড়াও দিনব্যাপী তিনি বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মেয়র ইকরামুল হক টিটু।