১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ছিনতাই করে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার এক, ধারালো চাপাতি উদ্ধার।।
২১, ডিসেম্বর, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। গ্রেফতারকৃতের নাম – মোঃ রফিকুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, গতকাল মঙ্গলবার রাতে কাওলা রেলওয়ে ক্রসিং এলাকায় হাঁটছিলেন চার যুবক। তাদের বাসা দক্ষিণখানের সরদার বাড়ি এলাকায়। রাত দশটার দিকে হঠাৎ কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। কোনকিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা কাছে থাকা চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। তাদের আর্তচিৎকার শুনে ওই এলাকায় টহলরত ডিবি পুলিশের টিম এগিয়ে যায়। পুলিশ দেখে পালানোর সময় ছিনতাইকারী চক্রের একজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় ঘটনাস্থল থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ০১টি চাপাতি, ছিনতাইকারীর ০১টি মোবাইল ফোন ও ভিকটিমের একসেট রক্তমাখা কাপড় উদ্ধার করা হয়।

মোঃ ইমরান হোসেন মোল্লা আরো জানান, আহত ভিকটিমদের দ্রুত চিকিৎসার জন্য গোয়েন্দা পুলিশের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে গ্রেফতারকৃত ছিনতাইকারীকে সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

অপরাধের কৌশল সম্পর্কে তিনি আরো বলেন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাই করে থাকে। বিশেষ করে রেললাইন, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, জনপূর্ণ ও ব্যস্ততম ক্রসিং, বাজার, শপিংমল ইত্যাদি স্থানে চক্রটি ছিনতাই করে। ছিনতাইয়ের উদ্দেশ্যে চক্রটি সাধারণ মানুষকে গতিরোধ করে ভয়ভীতি দেখিয়ে ধারালো অস্ত্র যেমন – চাপাতি, ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে পদচারী তথা সাধারণ মানুষকে এলোপাথাড়ি আঘাত করে। ছিনতাইয়ে ভূক্তভোগী বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু পর্যন্ত ঘটায়।

এ ব্যাপারে কিছু সুপারিশ করেছেন এই গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেন, রাতের বেলা ঝুঁকিপূর্ণ ও ছিনতাইপ্রবণ এলাকায় একা চলাচলে বিরত থাকুন। রাস্তাঘাটে চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। বাসে কিংবা যেকোনো গণপরিবহণে জানালার পাশের সিটে বসলে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক হতে হবে। মূল্যবান সম্পত্তি, জিনিসপত্র ও অলঙ্কার ইত্যাদি নিয়ে চলাচলে অধিক সতর্ক থাকতে হবে ও নিরাপদ স্থানে রাখতে হবে।

যেকোনো ক্ষেত্রে ছিনতাইয়ের ঘটনা ঘটলে নিকটস্থ থানা পুলিশ কিংবা ডিবি পুলিশকে জানানোর জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।