১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা আইএমইআই পরিবর্তন ও মোবাইল ফ্ল্যাশ করার ডিভাইসসহ একজনকে গ্রেফতার করেছে ডিবি।।
২৬, ডিসেম্বর, ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম: – রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইসসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত হলো- নওসাত হোসেন ওরফে শান্ত।

গত রবিবার অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা এর নেতৃত্বে কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে জানান, কয়েকজন ব্যক্তি কোনাপাড়ার মান্নান স্কুল মার্কেটের দোকানের ভেতর চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১১ টি অকেজো এন্ড্রয়েড মোবাইল ফোন, ৮ টি অকেজো বাটন মোবাইল ফোন, ১১ টি এন্ড্রয়েড মোবাইল ফোনের বডি এবং ৩ টি মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তন ও ফ্ল্যাশ করার ডিভাইস উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।