এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
হযরত শাহ্ জালাল (রহঃ)’র স্মৃতি বিজড়িত সিলেটের কানাইঘাট উপজেলায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গত ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় কানাইঘাট ডাক বাংলোর হলরুমে কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায়, সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেবের মধ্য দিয়ে
জাহাঙ্গীর আলম বাবলুকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট কানাইঘাট উপজেলা সমাজকল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য দায়ীত্বশীলরা হলেন, সহ সভাপতি আলী আহমদ চৌধূরী,যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মাসুম,সাংগঠনিক সম্পাদক হোমায়েদ আহমদ, অর্থ সম্পাদক আদিল চৌধূরী,প্রচার সম্পাদক আনযর শাহ চৌধূরী,অফিস সম্পাদক তারেক আহমদ, আন্তঃ উপজেলা সমন্বয়ক মিসবাহুল করিম, স্কুল বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী,ক্রীড়া সম্পাদক জাকারিয়া আহমদ সুমন,
সাংস্কৃতিক সম্পাদক জামিল মারুফ, তথ্য প্রযুক্তি সম্পাদক আহসানু রশিদ রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক আহমদ মারুফ,
সদস্যবৃন্দ
সুলতান আহমদ সভাপতি ৪নং সাতবাক ইউপি,মুহাম্মদ সাইদূর রহমান সভাপতি ৮নং ইউপি, আহমদ শফি সভাপতি পৌর শাখা, মাসুদ আহমদ মাসুম সভাপতি ৯নং রাজাগন্জ ইউপি,জুবায়ের আহমদ সভাপতি ১নং ইউপি,সেলিম আহমদ সভাপতি ৭নং ইউপি,হাফিজ আহমদ সুজন সভাপতি ৩নং ইউপি, জয়নুল আবেদিন সভাপতি ২নং ইউপি,আদিল আহমদ সভাপতি ৫নং ইউপি,কামরুজ্জান রুমেল সেক্রেটারি পৌর শাখা,জাহিদ আল মিসবাহ
সেক্রেটারি ১নং ইউপি,আরশাদ আহমদ
যুগ্ম সাধারণ সম্পাদক ২নং ইউপি,গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক ৩নং ইউপি,জাহাঙ্গীর আলম সুমন
সাধারণ সম্পাদক ৪নং ইউপি,শিব্বির আহমদ
সাধারণ সম্পাদক ৫নং ইউপি,মারুফ আহমদ
সাধারণ সম্পাদক ৭নং ইউপি,এম এ বাশার
সাধারণ সম্পাদক ৮নং ইউপি,জামিল আহমদ
সাধারণ সম্পাদক ৯নং ইউপি,হেলাল আহমদ জুয়েল সাংগঠনিক সম্পাদক সাতবাক ইউপি,জুনেদ হাসান ইমন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজাগন্জ ইউপি, সাজু আহমদ
সাবেক সমন্বয়ক পরিষদ মেডিকেল টিম।
উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আহমদ সুলেমান ও কবি আব্দুল কাহির,