১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ডিবি’র হাতে অস্ত্রসহ গ্রেফতার ।
১৫, জানুয়ারি, ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ফারুক হোসেনের নেতৃত্বে ১৪ জানুয়ারী রবিবার বিকালে পাগলা থানার খুরশিদ মহল ব্রীজের সামনে চেকপোষ্টে সন্দেহজনক একজনকে আটক করে । তাকে তল্লাশী করে ১টি রিভালবার, ১ টি একনলা বন্দুক, রিভালবারের ৪টি গুলি,বন্ধুকের ৫টি কার্তুজ উদ্ধার করে। আটককৃত ব্যাক্তির নাম হাবিবুর ররহমান হবি (৪৮) পরবর্তিতে জানা যায় সে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী । তার বিরুদ্ধে অস্ত্র ও খুনসহ ৩ টি মামলা রয়েছে । সে পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের বিরুই গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে । আসামী হবি গত ১০ জানুয়ারী রাত সাড়ে ৩ টার দিকে দত্তের বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জালাল উদ্দিনের ছেলে লিটন মিয়াকে ২ লাখ টাকা চুক্তির বিনিময়ে পূর্বপরিকল্পিত ভাবে একনলা বন্দুক দ্বারা হত্যার উদ্দ্যেশে গুলি করে রাতের আধারে পালিয়ে যায়। আসামী হবি বিএনপি’র নেতা ফরিদ (৩২),জাহাঙ্গীর মেম্বার (৩৪), আলাল সান (৪০), সোহেল (৪০) এর সাথে চুক্তি করে। ফরিদ আসামী হবি কে ৫০ হাজার অগ্রিম প্রদান করে। গ্রেফতারকৃত আসামী হবি’র জবানবন্দি থেকে জানা যায় । ইতিমধ্যে ফরিদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৫ জানুয়ারী দুপুরে জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ সাংবাদিকদের প্রেস কনফারেন্সের মাধ্যেমে এসব তথ্য জানান।