১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ তারাকান্দা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
১৫, জানুয়ারি, ২০২৪, ১০:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে শরিফ আহমেদ এমপি কে।
জানা গেছে, আজ সোমবার বিকেলে তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ তৃতীয় বারের মত মময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনে বিপুল ভোটে এমপি হওয়ায় তারাকান্দা উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

তারাকান্দা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবির ও সাংগঠনিক সম্পাদক মোখছেদুল ইসলাম ,শিক্ষক দেলোয়ার হোসেন, সিজার চৌধুরী এর নেতৃত্বে এ ফুলেল শুভেচছা দেওয়া হয়
নেতৃত্বে ফুলেল শুভেচছা দেওয়া হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম ও তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার।
আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।