তথ্য প্রতিদিন. কম:
- গত ডিসেম্বর/২৩ মাসে অভিযান পরচিালনা করে অনলাইনে পর্নোগ্রাফি সম্পর্কিত ঘটনায় জড়িত ১২ জন আসামী গ্রেফতার ও পর্ণোগ্রাফির কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার।
পুলিশ কনস্টেবল পদে চাকুরীর নিয়ে দেয়ার নাম করে নিজেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী পরিচয়ে প্রতারণা মূলক বিশ্বাস ভঙ্গ করিয়া বিভিন্ন ব্যাংক একাউন্টে ৪৭,৯০,০০০/- (সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ০২ জন প্রতারক গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করায় ময়মনসিংহ জেলা গোয়েন্দো শাখা( ডিবি)র অফসিার-ইনর্চাজ মোঃ ফারুক হোসেন, এসআই মিনহাজ, এসআই(নিঃ) রেজাউল আমীন র্বষন, এসআই পরিমল, এসআই(নিঃ) রূপন কুমার সরকার, এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুনকে ১৬ জানুয়ারি মাসিক ক্রাইম কনফারেন্স ডিসেম্বর/২০২৩ মাসে পুলিশ সুপার,ময়মনসিংহ কর্তৃক প্রদানকৃত বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল