১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, স্বাস্থ্য ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরা আহত পুলিশ সদস্য রাজ্জাককে দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ডিএমপি কমিশনার
১৭, জানুয়ারি, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরা আহত পুলিশ সদস্য রাজ্জাককে দেখেতে বুধবার সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার)। এসময় তিনি রাজ্জাকের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন।

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নির্মম হামলায় গুরুতর আহত হন ডিএমপির নায়েক মো. আব্দুর রাজ্জাক। ভারতে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে গত ১১ জানুয়ারি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ভর্তি হন। তার চিকিৎসার যাবতীয় ব্যয় আইজিপি ও ডিএমপি কমিশনারের উদ্যোগে বহন করা হচ্ছে।

গত বছরের ৯ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য রাজ্জাককে দিল্লির অ্যাপোলো হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্ররক্ষা বিভাগে কর্মরত আছেন।
সুত্র, DMP news