১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোচালক নিহত। গ্রেফতার-৩।
১৭, জানুয়ারি, ২০২৪, ১০:৪৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

ময়মনসিংহ সদরের সুহিলা গ্রামে মঙ্গলবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আটোচালক নিহত, পুলিশ ঘটনার সাথে জড়িত তিন ছিনতাইকারীকে গ্রফতার এবং চাকু পুলিশ উদ্ধার করেছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত আনোয়ার হোসেন জানান সদর উপজেলার সুহিলা গ্রামে গতরাতে ছিনতাইকারীরা পথরোধ করে অটো চালক নাজিম উদ্দিন(৪০)কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। পরে নাজিম উদ্দিনের ডাক চিকিৎকার শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ভির পর অটোচালক মারা যায়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ছিনতাইকারী চক্রের সদস্য তোফায়েল আহমেদ নাছিম(২১) পলাশ(২২) ও সাকিল(২৪)কে গ্রেফতার করে ছিনতাইকৃত অটো রিকশাটি উদ্ধার এবং চাকু উদ্ধার করেছে। অটোচালক নিজাম উদ্দিনের বাড়ি সদর উপজেলার গোপাল নগর গ্রামে। গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বাড়ি সদর উপজেলার বাড়েরা মধ্য পাড়া গ্রামে তাদের নামে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। নিহতের ছোট ভাই নাসির উদ্দীন বাদী হয়ে তিনজনকে আসামী করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।