তথ্য প্রতিদিন - আগামী ২-৪ ফেব্রুয়ারি ২০২৪ (প্রথম পর্ব) এবং ৯-১১ ফেব্রুয়ারি ২০২৪ (দ্বিতীয় পর্ব) টঙ্গীতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে গত ১৫
নভেম্বর ২০২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার গৃহীত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নে অগ্রগতি ও বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত টঙ্গী ইজতেমা ময়দানে ফলো-আপ সভা ২২-০১-২০২৪ খ্রিঃ অনুষ্ঠিত হয় ।
উক্ত ফলো-আপ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
উক্ত ফলোআপ সভায় সকল সংস্থা ও অঙ্গ সংগঠন তাদের বিশ্ব ইজতেমা-২০২৪ উপলক্ষে প্রস্তুতির সার্বিক দিক উপস্থাপন করেন, একই সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত সকল প্রস্তুতিমূলক ব্যবস্থার উপস্থাপন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মোঃ ফরিদুল হক খান এমপি, মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক
মন্ত্রণালয়, মোঃ জাহিদ আহসান রাসেল এমপি (গাজীপুর- ২), চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম (বার) পিপিএম, ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ, হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার), পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, মো: সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, ঢাকা, মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা প্রশাসক, গাজীপুরসহ ঢাকা ও গাজীপুরের পুলিশ ও প্রসাশন এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, সিটি কর্পোরেশন, বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থাসহ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল