১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ নবনির্বাচিত গৌরীপুরের সংসদ সদস্য পপিকে সংবর্ধনা
২৪, জানুয়ারি, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নিলুফার আনজুম পপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার দুপুরে গৌরীপুর পাইলট বালিকা উ”চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভে”ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
নিলুফার আনজুম পপি ওই বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের শিক্ষার্থী।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট নিলুফার আনজুম এমপি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বিদায়ী প্রধান শিক্ষক এনামূল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, শিক্ষার্থী মারিয়া সুলতানা ঐশী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে শেষে অতিথিরা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বই উপহার দিয়ে পুরস্কৃত করেন।