তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত৷ পলাতক আসামীসহ ১৫ জনকে গ্রেফতার গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথকভাবে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ অপরাধরকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আশিকুল হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম রেলক্রসিং এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ আলফাজ উদ্দিন পাপ্পুকে দেশীয় অস্ত্র সহ, এসআই শামছুজ্জামান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে নওমহল থেকে মাদক মামলার আসামী চোকাইতলার মোঃ সাজু ৫ গ্রাম হেরোইন সহ, এসআই তানভীর আহমেদ সিদ্দীকী, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে মাদক মামলার আসামী মোঃ শামীম ৫ গ্রাম হেরোইন সহ,
এসআই রফিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে চর নিলক্ষীয়া সাথীয়া পাড়া থেকে অন্যান্য মামলার আসামী এমদাদুল, আজহারুল, মামুন, আসাদুল ও হুমায়ুন কবিরকে গ্রেফতার করে।
এএসআই মাহমুদুল হাসান, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রবি ও নাসির উদ্দিন সানিকে গ্রেফতার করে।
এছাড়া এসআই দেবাশীষ সাহা, এএসআই এরশাদ আলী, আল আমিন, আহসান কবির পৃথক অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ পলাতককে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত হলো, চরপাড়ার মোঃ জয়নাল আবেদীন। এছাড়া পরোয়ানা ভুক্তরা হলো, মোঃ হৃদয় মিয়া, মোঃ শফিকুল ইসলাম,
মোঃ জাহিদ ওরফে বাবু ও অন্তর। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল