১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চারজন গ্রেফতার
৪, ফেব্রুয়ারি, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ২২ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার পৃথক অভিযান চালিয়ে এই মাদক বসবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার ফুলবাড়ীয়ার সারুটিয়া থেকে ২২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ওয়াজ কুরুনি ওরফে জীবন, মোঃ কামরুজ্জামান বাদলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে চারের অধিক মামলা রয়েছে। অপরদিকে এসআই রূপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভালুকার সিডষ্টোর বাজার থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হালুয়াঘাটের মোঃ শফিকুল ইসলাম ও গাজীপুরের মোঃ পারভেজকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।