১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ নির্বাচনের মাঠ, ময়মনসিংহ ২নং ওয়ার্ড আধুনিক ও নান্দনিক হবে ইনশাল্লাহ বিল্লাল হোসেন।।
৬, ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমলঃ

ময়মনসিংহ সিটির২ নং ওয়ার্ড কে সকলের সহযোগীতায় নান্দনিক ও দৃশ্যমান এলাকা হিসাবে গড়তে.. দোয়া ও সমর্থক চেয়ে বেড়াচ্ছেন বিল্লা হোসেন ।তিনি বলেন- এই নগরীর ২নং ওয়ার্ড আপনার,আমার,আপনাদের সকলের। এর উন্নয়নে সসকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন-এখানকার রাস্তাঘাট,মন্দির,মসজিদ,স্কুল কলেজ, মাদ্রাসাসহ সার্বিক উন্নয়ন করতে চাই এজন্য. ….. সিটি নির্বাচনে আপনাদের কাছে আমি এলাকার ছেলে হয়ে…. একটি ভোট ও দোয়া চাই । আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার সেবায় নয় আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই । আমি প্রতিশ্রুতি দিচ্ছি,আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি ২নং ওয়ার্ডের মান উন্নয়ন করবো । এই ওয়ার্ডের উন্নয়নে যা যা দরকার তার সমস্ত কিছুই আমি করবো।আধুনিক ও মডেল হবে ২ নং ওয়ার্ড নির্বাচনী এলাকা ।আপনারা স্বাধীনতার পক্ষে কাজ করুন। আমার

বিগতদিনে পাশে পেয়েছেন,আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে পাশে পাবেন।।