১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, গৌরীপুর, ময়মনসিংহ ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি হোন্ডাসহ গ্রেফতার-০১
৯, ফেব্রুয়ারি, ২০২৪, ২:৪১ অপরাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান :

ময়মনসিংহ ডিবি এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে জেলার গৌরীপুর থানাধীন শাহ্গঞ্জ বাজারস্থ গৌরীপুর হতে রামপুর গামী রাস্তায় গাগলার মোড়স্থ ঈশ্বরগঞ্জ গামী পাকা রাস্তার পূর্ব

 

পাশে রফিকুল ইসলাম রবি এর মুদির দোকানের সামনে ফাঁকা জায়গা হতে ৬ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ বিকেল সাড়ে ৩ টায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি হোন্ডাসহ মাদক ব্যবসায়ী মোঃ কাউছার আলম (২৪), পিতা-মোঃ আব্দুল কদ্দুছ,মাতা- রাশিদা বেগম, সাং-ছিলিমপুর পাঁচপাড়া, থানা-গৌরীপুর,ময়মনসিংহকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি হোন্ডা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ১ জন আসামীর বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।