বিনোদন তথ্যপ্রতিদিন
চলতি বছরেই জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ ঘোষণা দিয়েছেন শিগগিরই গান থেকে অবসর নেবেন তিনি। হাতে থাকা নতুন বাইশটি গানের কাজ শেষ হলেই আর কোনোদিন নতুন গান নিয়ে দর্শকের সামনে আসবেন না তিনি। ফেরদৌস ওয়াহিদ জানান চলতি বছরের শেষপ্রান্তে ২২টি গানের কাজ শেষ হবে। গানগুলো শেষ করার উদ্দেশ্যে গতকাল থেকে বিক্রমপুরের শ্রীনগরের আশপাশে ২২টি গানের মধ্যে পাঁচটি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু করেছেন। নির্মাণ করছেন তিনি নিজেই। এই পাঁচটি গানই লেখা ও সুর করা ফেরদৌস ওয়াহিদের নিজের। বাকি ১৭টি গানের সুরও তার করা। সব গানের সঙ্গীতায়োজন করেছেন মোশাররফ আজমী। ফেরদৌস ওয়াহিদ জানান আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি এই পাঁচটি গানের মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে ব্যস্ত থাকবেন। এরপর বাকি গানের কাজ শেষ করবেন তিনি। চলতি বছরেই ফেরদৌস ওয়াহিদের সঙ্গীতময় জীবন শেষ হতে চলেছে বলে জানান তিনি। তাহলে কী এরপর আর নতুন কোনো গানে, স্টেজ শোতে আর দেখা যাবে না আপনাকে? জবাবে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘২০১৯’ই হতে যাচ্ছে আমার নতুন গান, স্টেজ শো জীবনের শেষ বছর। সত্যি বলতে কী একটি বয়সে এসে সঙ্গীতশিল্পীরা আর গাইতে পারেন না। শ্রোতা-দর্শকরা আমাকে ছুড়ে ফেলার আগেই আমি নিজেই সেখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আশা করছি আমার ভক্তরা যেন তাতে কোনো কষ্ট না পান। কারণ আমি সম্মান থাকতেই বিদায় নিতে চাচ্ছি। কিন্তু এরপরও যদি কেউ আমাকে দিয়ে স্টেজ শো করাতে চান তাহলে শো প্রতি আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে। সেই টাকা আমি অসহায় গরিবদের জন্য ওয়াহিদ ফাউন্ডেশনে জমা রাখব। গরিব অসহায়দের জন্য সেই টাকা ব্যয় করব। এক গ্লাস কোকাকোলা খাওয়ার চেয়ে আমার কাছে এক গ্লাস ঝরনার পানি খাওয়ার মধ্যে ভীষণ তৃপ্তি আছে। ফেরদৌস ওয়াহিদ বর্তমানে যে পাঁচটি গান নিয়ে নির্মাণে ব্যস্ত আছেন সেই পাঁচটি গান হচ্ছে ‘তুমি আমার জীবন’, ‘পাপী’, ‘ওগো আমার ময়না’, ‘চলার পথে’ ও ‘মইরা গেলে’। এই পাঁচটিসহ বাকি সতেরোটি গান চলতি বছরের শেষপ্রান্তে ওয়াহিদ মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে জানান ফেরদৌস ওয়াহিদ। এদিকে ওয়াহিদ মুভিজ প্রযোজিত ফেরদৌস ওয়াহিদ পরিচালিত ‘দুর্ধর্ষ অভিযান’, ‘নিলাম’ ও ‘ইছামতি’ সিনেমার নির্মাণ কাজ নিয়েও ব্যস্ত আছেন ফেরদৌস ওয়াহিদ। তিনটি সিনেমারই পঞ্চাশ ভাগ করে কাজ সম্পন্ন হয়েছে। এদিকে আগামী ২৯ নভেম্বর ফেরদৌস ওয়াহিদ ও তার ছেলে জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ একই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। সেদিন তারা দুজন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সঙ্গীত পরিবেশন করবেন।