তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে ডিবির অভিযানে রাজু হত্যাকান্ডে দুই ঘাতককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোণার আটপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ ইব্রাহিম ও আল আমিন।
ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারী রাজু মোটর সাইকেল যোগে সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেট মেডিসিন কর্ণানের সামনে পৌছলে আসামীরা পূর্ব পরিকল্পতিভাবে রাম দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে আব্দুল আল মামুন বাদী হয়ে কোতোয়াল মডেল থানায় মামলা নং-৫৭, তারিখ-২২/০২/২০২৪ দায়ের করে। মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ডিবিকে ছায়া তদন্তের নির্দেশ দেয়। পুলিশ সুপারের নির্দেশে ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার নেত্রকোণা জেলার আটপাড়ার মঙ্গলসিধ এলাকা থেকে আসামী সদস্য মোঃ ইব্রাহিম ও আল আমিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করে। তাদেরকে শুক্রবার আদালতে সোর্পদ করা হলে আসামীদ্বয় হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। ঘটনায় জড়িত অন্যান্য হত্যাকারীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল