বিনোদন তথ্যপ্রতিদিন
এলআরবি নিয়ে যে অনিশ্চয়তা বা বিতর্কের বাহাস তৈরি হয়েছিল সেই সঙ্কট আর বিতর্কের সবকিছু খোলাসা করলেন বর্তমান এলআরবি’র ব্যান্ড লিডার সাইদুল হাসান স্বপন ও বর্তমান ভোকাল মিজান।
ব্যান্ড লিডার স্বপন বলেন, ‘আমাদের বস মারা যাওয়ার পর মূলত অনেকেই চেষ্টা করেছেন এই ব্যান্ডটি যাতে কোনোরকম কার্যক্রম না করতে পারে। অথচ আইয়ুব বাচ্চুর খুব ঘনিষ্ঠ সহচর হিসেবেই ছিল তারা। এটাই আমাদের একমাত্র দুঃখ। আমি বাচ্চু ভাই মারা যাওয়ার পর আমাদের ভাবী অর্থাৎ আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা ভাবীকে বলেছিলাম, আমরা ব্যান্ডটি কন্টিনিউ করতে চাই। তিনি আমাদের মৌখিক সম্মতি দিয়েছিলেন। আর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অবশ্যই এলআরবিকে চলমান রাখার দায়িত্বও এখন আমার।’
উল্লেখ্য, এরই ভেতরে আইয়ুব বাচ্চুর একাধিক গান অবৈধ ও অনৈতিকভাবে আমেরিকান একটি অ্যাপস কোম্পানির কাছে বিক্রি করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন এলআরবির প্রতিষ্ঠাতা স্বপন। তিনি বলেন, ‘রোমেলের জন্যই সবকিছু বিশৃঙ্খল হয়েছে। যেদিন আমি ব্যক্তিগতভাবে জানতে পারি যে, এত টাকা অবৈধভাবে সে আত্মসাৎ করেছে, সেদিন থেকেই ওকে আমরা বহিষ্কার করেছি।’
তবে এখন ব্যান্ড ভোকাল মিজানকে নিয়ে নব উদ্যোমে এলআরবি তাদের কার্যক্রম পরিচালনা করছে। একইসঙ্গে এলআরবি নামে একটি ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে। তবে এলআরবি কনসার্টের ক্ষেত্রে আপাতত স্বপন এর ব্যক্তিগত ফেসবুক আইডিটাই ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে স্বপন বলেন, ‘এলআরবির আগের পেজটি এখনও মাসুদ আমাদের বুঝিয়ে দেয়নি। সেটিও বুঝে নিয়ে আমরা পূর্ণ উদ্যোমে কার্যক্রম শুরু করতে পারবো।’