১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ইশ্বরগঞ্জে বিদেশী পিস্তলসহ ছিনতাইকারী আটক।।
১৩, মার্চ, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – ময়মনসিংহ ইশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ী গাবরকালিয়ান সরু লিংকরোড এলাকায় তোফায়েল আহমেদ এর অটোরিক্সা পিস্তল ঠেকিয়ে প্রানের ভয় দেখিয়ে ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী। ছিনতাইয়েরপর অটোচালক দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী ইট ভাটার সামনে গিয়ে চিৎকার করলে ভাটার শ্রমিক ও সাধারন জনগণ ছুটে আসে।

এসময় টইলরত ইশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘেরাও করে অটোরিক্সাসহ অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী মো: ওয়াসিম আকরাম (৪০) কে জনৈক মরহুম ফারুকের বাড়ির বাঁশঝাড় থেকে ১২ মার্চ রাত ১১ টায় গ্রেফতার করা হয়েছে । তার দেহ তল্লাশীকরে ৫ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে । আসামীর নামে ২০১০ সালে অস্ত্র মামলাসহ মোট ৮ টি মামলা রয়েছে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় । আসামী দীর্ঘদিন যাবৎ তার কিছু সহযোগীর সাথে সশস্ত্র অটো ছিনতাইসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এ বিষয়ে ১৩ মার্চ বেলা ১১ টায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন । এ সময় ইশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান উপস্থিত ছিলেন।