১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে মসিকের অভিযান
১৩, মার্চ, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিংয়ে গতকাল ১ম রমজানের পর আজ ২য় রমজানেও অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আজ বুধবার দুপুরে চরপাড়ায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ।

চরপাড়ায় বিভিন্ন দোকানে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ দেখাতে না পারা, ও ফুটপাত অবৈধ দখলের দায়ে তিনি ৮ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় কৃষি বিপনন অধিদপ্তরের বাজার কর্মকর্তা জিল্লুর বারী ভূইয়া, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।